মিঃ এবি অথবা মিঃ বিগ বি

লিখেছেন লিখেছেন শফিউল আজম ০৫ এপ্রিল, ২০১৬, ০৭:২৪:০১ সন্ধ্যা

...অমিতাভ বচ্চন কথায় কথায় দেশপ্রেমের কথা বলেন তবে তিনি টাকার জন্য সবকিছুই বিসর্জন দিতে রাজী. টাকাই তার কাছে সবকিছু. আটআনা মূল্যের লজেন্স হতে শুরু করে কোটি টাকার গাড়ীর বিজ্ঞাপন বাছ বিচার না করে কোনটাই ছাড়তে রাজী নন... এ পর্যন্ত তিনি বেশ কয়েকবার নিজেকে দেউলিয়া ঘোষনা করে আবারো আঙুল ফুলে কলাগাছ হয়েছেন.. একদিকে দেশপ্রেমের বুলি আউড়াচ্ছেন আর অন্যদিকে কর ফাঁকি দিয়ে কোটি কোটি ডলার পাচার করেছেন... মিঃ এবি অথবা মি বিগ বি দয়া করে ঐ পোড়া মুখে আমাদের দেশপ্রেম শেখাতে আসবেন না আমরা আমজনতা গরীব হলেও আপনার মত বিল/কর ফাকি দেই না..

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364748
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : আপনি অন্য দেশের এবি নিয়ে ব্যস্ত হলেন৷ আমার নিজের দেশের এমন হাজারো দেশ প্রেমিক এবিসি রয়েছেন৷ গ্রামের মসজিদে চেয়ার ম্যন সাবের মাসিক চাঁদা বছরের পর বছর বাকী থাকে৷ তাই বলি যাদের আছে ফাঁকী তারাই দেয়৷ ধন্যবাদ৷
364768
০৫ এপ্রিল ২০১৬ রাত ১১:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : বল কেন এমন হয়?

আমি পাইনা দেখে খাইনা। উনারা বেশি পায় তাই খায়।
364789
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২৮
বিবর্ন সন্ধা লিখেছেন : উনি উনার দেশকে সারাদিন ভালোবাসুক আর না বাসুক
তাতে আমাদের কি
নিজ দেশে এত্ত এত্ত অনাচার থাকতে
আপনি ভিন দেশের লোকের গলায়
টাই লাগাই টানেন কেন?? Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File